সোয়েব সাঈদ:
রামুর থিমছড়ি হালিমা বেগম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বুধবার ১৮ মে দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, থিমছড়ি হালিমা বেগম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম।
আনোয়ার হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, থিমছড়ি হালিমা বেগম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা আফাজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশিক্ষিত করে সন্তানের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করা প্রতিটি অভিভাবকের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে সজাগ না হলে সন্তানের পাশাপাশি পারিবারিক জীবনেও অশান্তি নেমে আসে। সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগি পদক্ষেপ নিয়েছে। এরই লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে যথাসময়ে বই বিতরণ, শিক্ষক নিয়োগ, আধুনিক উপকরণ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি এসএম জাফর, সমাজসেবক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, সমাজ সেবক মুহাম্মদ নুরুল আমিন, সাংবাদিক মোহাম্মদ জুবাইদ, থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী হোছাইন, সমাজসেবক মো. নুরুল আলম, মো. হোসেন মনছুর, নুরুচ্ছাফা প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, দিদারুল আলম আঙ্গুর, মো. আইয়ুব, আবদুর রহমান, আজিজুল হক, নুরুল আলম, ওবাইদুল হক, মো. আবদুল্লাহ, আবু বক্কর।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল।