নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে গত ১৩ মে ইয়াবা সম্রাট নুরুল হক ভূট্টো বাহিনীর হাতে সময় টিভির সুজাউদ্দিন রুবেল ইন্ডিপেন্ডন্ট টিভির তৌফিকুল ইসলাম লিপু সহ ৫ জন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সাংবাদিক
নির্যাতনের প্রতিবাদে উত্তাল যখন কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা, তখন কক্সবাজার জেলার উপকূলীয় সাংবাদিক ফোরামের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এতে অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীবের সভাপতিত্বে সদস্য রকিয়ত উল্লাহ ছোটনের সঞ্চালনায় উক্ত মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
এতে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলায় পুলিশ প্রশাসনের ইন্ধন রয়েছে। তা না হলে ঘটনার দীর্ঘ দিন পার হয়ে গেলেও সাংবাদিকদের লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি ও জড়িত ৩ জনকে গ্রেফতার করলে ও প্রধান গডফাদার ভূট্টোকে গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে কোন ধরণের পদক্ষেপ দেখা যাচ্ছেনা।
সভায় আসামীদের দ্রুত গ্রেপ্তার না করলে আরো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রদান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, খন্দখার মাসুদুজ্জামান, উপস্থাপক ও সাংবাদিক মহসিন আহমদ স্বপন, সিবি এন ব্যুরো চীপ সাইফুল্লাহ সাদেক, সাংবাদিক আজাদ প্রমুখ।