ক্রীড়া ডেস্কঃ
দক্ষিণ আমেরিকার এল ক্ল্যাসিকোটা এবার একটু আনকোরা। ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরবের আবু আবদুল্লাহ স্পোর্টস সিটিতে। জেদ্দায় অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে মুখিয়ে আছে সৌদি আরবের ফুটবল ভক্তরা। এমনকি স্বাগতিক সৌদির বিপক্ষে ব্রাজিলের ম্যাচের থেকেও এ ম্যাচে আরবের দেশটির মধ্যে আলাপ-উত্তেজনা বেশি থাকার কথা।
কাগজের শক্তির হিসেবে এই ম্যাচে ব্রাজিল বেশ শক্তিশালী দল। নেইমার, কুতিনহো, জেসুস, আর্থার কিংবা অ্যালিসন, মারকুইনোস, মিরান্ডাদের নিয়ে শক্তিশালী দল ব্রাজিলের। অন্যদিকে মেসি-ডি মারিয়াবিহীন আর্জেন্টিনা কিছুটা হলেও দুর্বল। কিন্তু তারা আত্মবিশ্বাসী। দিবালা-ইর্কাদিসহ তরুণ দল নিয়ে নিশ্চয় আশাবাদী আর্জেন্টিনা ভক্তরাও।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দু’দল। ওই লড়াইয়ের আগে দু’দলই বাজাচ্ছে যুদ্ধের দামামা। শক্তির বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও তারা যেমন নির্ভার থাকতে পারছে না। তেমনি তরুণ দল নিয়েও আর্জেন্টিনার বলার উপায় নেই ব্রাজিল এগিয়ে। বরং নেইমার তার সর্তীথদের বলেছেন, ম্যাচটা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে সেভাবে প্রস্তুতি নাও। আর আর্জেন্টিনা তারকা ইর্কাদি বলেছেন, ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে প্রীতি ম্যাচ বলে কিছু নেই।
চিরপ্রতিদ্বিন্দ্বী দুই দলের লড়াইয়ে তাই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ খুব কম। দু’দলই তাদের শুরুর একাদশ সাজাবে হাতে থাকা সম্ভব্য সেরা খেলোয়াড় নিয়ে। ব্রাজিলে যেমন এ ম্যাচে গোলবারের নিচে ফিরিয়ে আনবেন অ্যালিসনকে। ফেরাবেন আগের ম্যাচে বিশ্রাম দেওয়া সেন্ট্রাল ডিফেন্ডার মিরান্ডাকে। তেমনি মাঝমাঠে এ ম্যাচে দেখা যেতে পারে ২১ বছর বয়সী বার্সা মিডফিল্ডার আর্থার মেলোকে। দুই উইং দিয়ে আক্রমণ শানবেন কুতিনহো-নেইমার। গোলবারের সামনে শুরুর একাদশে জায়গা পেতে পারেন বিশ্বকাপে হতাশ করা ব্রাজিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।
অন্যদিকে আর্জেন্টিনাও এ ম্যাচে হাতে থাকা সম্ভব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। পাউলো দিবালার সঙ্গে এ ম্যাচে উইংয়ে দেখা যেতে পারে ইর্কাদিকে। আর গোলের সামনে থাকতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে। মাঝমাঠ সামলাবেন ম্যাক্সিমিলিয়ানো মেজা এবং পেরেইরা। অন্যদিকে রক্ষণভাগে ওটামেন্ডে এবং আকুইনাদের সঙ্গে থাকতে পারেন ফিউন্স মোরি এবং বাস্টস। ইরাকের বিপক্ষে দলে ফেরা সার্জিও রোমেরো গোলবারের নিচে থাকবেন এ ম্যাচেও।
ব্রাজিলের সম্ভব্য একাদশ:
অ্যালিসন, মিরান্ডা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, ফ্যাবিনহো, কাসেমিরো, আর্থার মেলো, রেনাতো আগুস্তো, কুতিনহো, নেইমার, জেসুস।
আর্জেন্টিনার সম্ভব্য একাদশ:
সার্জিও রোমেরো, ওটামেন্ডি, ফিউন্স মোরি, মার্কোস আকুইনা, বাস্টস, লিও চেলসো, মেজা, পেরেইরা, দিবালা, ইর্কাদি, সিমিওনে।