প্রেস বিজ্ঞপ্তিঃ
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মধ্যে কক্সবাজার জেলা পুলিশ শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে।
১২ টি ক্যাটাগরির মধ্যে কক্সবাজার জেলা পুলিশ সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠজেলা, শ্রেষ্ঠ থানা, সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তাসহ ৭টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আইজি খন্দকার গোলাম ফারুক (পিপিএম বিপিএম) তাঁর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে শ্রেষ্ঠত্বের পদক ও সনদ প্রদান করেন।
কক্সবাজার শ্রেষ্ট জেলা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি জানান। ভবিষ্যতে আরো সফলতা অর্জনের ব্যাপারে পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা ও মহান আল্লাহতায়লার কাছে শোকরিয়া জ্ঞাপন করেছেন।
এ গৌরবময় অর্জনের জন্য তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।