ক্রীড়া ডেস্কঃ
জাপানের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল উরুগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। বারবার বাঁক নেওয়া ম্যাচটিতে অসাধারণ এক জয় পেয়েছে এশিয়ার দেশটি।
জাপানের সাইতামায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দলটিকে ৪-৩ গোলে হারায় স্বাগতিকরা।
ম্যাচ শুরুর দশম মিনিটে তরুণ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোর গোলে এগিয়ে যায় জাপান। ২৮তম মিনিটে গাস্তোন পেরেইরোর গোলে সমতা ফেরায় অতিথিরা।
৩৬তম মিনিটে দুরূহ কোণ থেকে ইউইয়া ওসাকোর ডান পায়ের শটে আবার এগিয়ে যায় জাপান।
দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে ডি-বক্সের মাঝামাঝি থেকে এদিনসন কাভানির গোলে ফের সমতায় ফেরে উরুগুয়ে। অবশ্য দুই মিনিটের বেশি থাকেনি সমতা। মিডফিল্ডার রিতসু দোয়ানের বাঁ পায়ের শটে আবার এগিয়ে যায় জাপান। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে আরও এগিয়ে নেন মিনামিনো।
৭৫তম মিনিটে কাভানির পাস থেকে ফরোয়ার্ড জোনাথান রদ্রিগেস গোল করলে হার এড়ানোর সম্ভাবনা জাগে উরুগুয়ের। তবে শেষ পর্যন্ত অবশ্য জয়ের আনন্দেই মাঠ ছাড়ে জাপান।
এ নিয়ে গত তিন ম্যাচের তিনটিতেই জয় পেল রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় খেলা জাপান।