ক্রীড়া ডেস্কঃ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন।
বিকেএসপিতে আগামী শুক্রবার হতে যাওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন সৌম্য।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকা ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি এবং দুই অলরাউন্ডার আরিফুল হক ও মোহাম্মদ সাইফ উদ্দিন ডাক পেয়েছেন ১২ সদস্যের দলে।
মিজানুর রহমানের মতো অভিজ্ঞ ওপেনার আছেন দলে। ডাক পেয়েছেন জাকির হাসান, আফিফ হোসেন, ইয়াসিন আরাফাত, নাঈম হাসানের মতো তরুণরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।
বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, ইয়াসিন আরাফাত, এবাদত হোসেন, মুর্শেদুল আখতার, নাঈম হাসান।