ক্রীড়া ডেস্কঃ
কলম্বোয় প্রথম যুব টেস্টের শেষ দিনে দাপট দেখালেন বোলাররা। ১৯ উইকেট পড়ার দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে ১৩ রানে জিতেছে তৌহিদ হৃদয়ের দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অতিথিরা।
কলম্বোর ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার ১ উইকেটে ১৮ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১১৫ রানে।
ব্যাটসম্যানদের যাওয়া-আসার মধ্যে খানিকটা প্রতিরোধ গড়েন আকবর আলী। কিপার ব্যাটসম্যানের ৫ চারে গড়া ৪২ রানের ওপর ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ।
তার বাইরে দুই অঙ্কের ঘরে যান কেবল শামিম হোসেন (১৯), মাহমুদুল হাসান (১৪) ও প্রান্তিক নওরোজ (১৩)।
১৯ রানে ৪ উইকেট নেন শ্রীলঙ্কার আশিয়ান ড্যানিয়েল। রোহান সঞ্জয়া ৩ উইকেট নেন ৪৩ রানে।
প্রথম ইনিংসে ২১ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা পায় ১৩৭ রানের লক্ষ্য। ছোট পুঁজি নিয়েও দলকে দারুণ এক জয় এনে দেন শাহিন আলম, রাকিবুল হাসানরা।
থিতু হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক নিপুন পেরেরা (২১) ও সোনাল দিনুশা (২৪)। ৯৭ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্বাগতিকদের আশা বাঁচিয়ে রাখেন চামিন্দু ভিজেসিংহে। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ব্যবধান কমিয়ে আনে শ্রীলঙ্কা।
শেষ বাধা উপড়ে ফেলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ৩৭ বলে ২৯ রান করা ভিজেসিংহে। দ্বিতীয় ইনিংসে ১২৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
২৪ রানে ৩ উইকেট নেন রকিবুল। শাহিন ৩ উইকেট নেন ৩১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ৩০৯
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ২৮৮
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২য় ইনিংস: ৪৫.২ ওভারে ১১৫ (তানজিদ ৬, প্রান্তিক ১৩, মাহমুদুল ১৪, তৌহিদ ০,শামিম ১৯, আমিত ৬, আকবর ৪২, রকিবুল ৬, রিশাদ ৩, শাহিন ২*, শরিফুল ০; ভিজেসিংহে ২/৩৮, ড্যানিয়েল ৪/১৯, সঞ্জয়া ৩/৪৩, মেন্ডিস ১/১১)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৭) ৪৩.৩ ওভারে ১২৩ (পারানাভিথানা ১৬, মিশারা ০, নিপুন পেরেরা ২১, শামাজ ১১, দিনুশা ২৪, জানিশকা পেরেরা ১, মেন্ডিস ১৩, ভিজেসিংহে ২৯, ড্যানিয়েল ০, ফার্নান্দো ২, সঞ্জয়া ৪*; শরিফুল ১/২৩, শাহিন ৩/৩১, শামিম ১/১০, তৌহিদ ০/২৪, রকিবুল ৩/৩৪)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৩ রানে জয়ী