সোয়েব সাঈদ:
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দি কিংস অব রাজারকুল এর উদ্যোগে এসএসসি-দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার ১৯ মে রাজারকুল আসমা সিদ্দিকা মাদরাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার শফিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমইউপি ও শিক্ষক নুরুল হক।
প্রধান আলোচক ছিলেন, আসমা সিদ্দিকা মাদরাসার পরিচালক মাওলানা আবদুচ্ছালাম কুদছী। বিশেষ অতিথি ছিলেন রাজারকুল আজিজুল উলুম মাদরাসার ইসলামী সাহিত্য ও গবেষনা বিভাগের তত্ত্বাবধায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের শিক্ষক মো. হোছাইন, রাজারকুল ইসলামিয়া বালিকা মাদরাসার শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, এলাকার সমাজসেবক মাওলানা আলী হোছাইন, আসমা সিদ্দিকা মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা জায়নুল আবেদিন।
দি কিংস অব রাজারকুল এর সভাপতি হুমায়ন কবির সোহেলের সঞ্চালনায অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান শামীম, অর্থ সম্পাদক হাফেজ এরফান হামিদ, সদস্য শাহাদত হোসাইন, ইমরুল হাসান ব্প্পাী, মিজানুর রহমান মুন্না, মো. মোরশেদ, মুসলেহ উদ্দিন, এরশাদুল হক, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, ইয়াছিন আরাফাত, গিয়াস উদ্দিন, ওবাইদুল হাকিম, তসলিম উদ্দিন মুন্না ও সালেহ উল্লাহ আনসারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এ সংবর্ধনা আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, কৃতি শিক্ষার্থীদের উচ্চতর পথচলায় প্রেরণা যোগানোর ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে। কৃতি শিক্ষার্থীদের অর্জিত ফলাফলে উজ্জীবিত হয়ে উন্নত নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে হবে।