অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মন্ত্রী এলিস ওয়েলস বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গারা যাতে অধিকার, সম্মান ও নিরাপত্তার সঙ্গে মিয়ানমারে ফিরে যায়— যুক্তরাষ্ট্র সেটাই প্রত্যাশা করে। তারা যেন নাগরিকত্বসহ অন্যান্য অধিকার নিয়েই দেশে ফিরে যেতে পারে, সে জন্য আন্তর্জাতিক সম্প্র্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে।
সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এলিস ওয়েলস এসব কথা বলেন।
এর আগে সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের কোনারপাড়া শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান এলিস ওয়েলস। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এর পর তিনি উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানে নতুন আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে এলিস ওয়েলস ক্যাম্পের বিভিন্ন আন্তর্জাতিক সেবা সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
কুতুপালং ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গারা যুক্তরাষ্ট্রের মন্ত্রীর কাছে তাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিভিন্ন বর্ণনা তুলে ধরেন। একই সঙ্গে নিজ ঘরবাড়িতে তারা যেন ফিরে যেতে পারে, সে জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানান তারা। জবাবে এলিস ওয়েলস বলেন, এ বিষয়ে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত আছে।
এর আগে রোববার বিকেলে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান যুক্তরাষ্ট্রের এই মন্ত্রী। ওই দিন বিকেলে তিনি বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্র