অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ পুলিশে বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে। এতে দুই হাজার জনকে সাময়িকভাবে সুপারিশ করেছে সিলেকশন বোর্ড। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে।
পুলিশ সূত্র জানায়, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়া গেলে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য সারদায় পুলিশ একাডেমিতে পাঠানো হবে। সেখানে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা প্রার্থীদের শিক্ষানবিশ এসআই হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই শিক্ষানবিশকালের মেয়াদ হবে দুই বছর। এরপর বিধি অনুযায়ী তাদের স্থায়ী করা হবে।
বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম সংশ্নিষ্ট রেঞ্জ ডিআইজির মাধ্যমে সম্পন্ন করা হবে। রেঞ্জ ডিআইজি স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমের জন্য স্থান নির্ধারণ করবেন এবং যথাসময়ে প্রার্থীদের অবহিত করবেন।