ক্লিনটন.কিম, ফ্রান্স থেকে:
২২মে ২০১৬, রবিবার, ফ্রান্সে অবস্থিত বিশ্ব বিশ্রুত অন্যতম নান্দনিক শৈল্পীক নিদর্শন Tour Eifle চত্বরে ত্রি-স্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমার শান্তি শোভাযাত্রা ও বাংলাদেশে প্রবীণ নিষ্পাপ ভিক্ষু উ গাইন্দ্যা কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মৌন মিছিল, মানববন্ধন যৌথ ভাবে বিপুল সমারোহে পালন করা হয়েছে।
ফ্রান্স তথা ইউরোপে অবস্থানরত ভিক্ষু, বৌদ্ধ ও মানবতাবাদী সকল শ্রেণী পেশার লোকজন এতে যোগদান করেন। কোন বৃষ্টি বাদলকে তোয়াক্ষা না করে বেলা ৩টা থেকে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল গ্রহণ করে বিশ্বশান্তি কামনায় ভিক্ষু সঙ্ঘের মাধ্যমে সূত্রপাঠ করা হয়। এরপর ত্রি- স্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমার ফ্রান্স ভাষায় বাণী পাঠ করা হয় কোমল মতি বৌদ্ধ শিশু কিশোরদের মাধ্যমে।
এর পরে বিভিন্ন সংগঠন ও সামাজিক দৃষ্টিকোণ থেকে আসা সুধীজনরা বক্তব্য পেশ করেন। সব শেষে জগতের শান্তি কামনায় জল ঢেলে পুণ্য উৎসর্গ করে শোভাযাত্রা সহকারে মৌন মিছিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
মৌন মিছিল ও মানববন্ধনে প্রধান অথিতি ছিলেন জার্মান থেকে আগত একজন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু Phra Hiridhammo. ও নানা দেশ থেকে আগত আন্তর্জাতিক মানের ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও সুষ্ঠু পরিচালনার দায়িত্ব পালন করেন ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ জ্যোতিসার থের।
অনুষ্ঠান সঞ্চালনায় সহায়তা করেন বাবু সুরজিত বড়ুয়া ও বাবু রাজ মুৎসুদ্ধি।
উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকজনের মধ্যে কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টার ফ্রান্স, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম পরিষদ সহ নানান সংগঠন সমুহ ব্যানার সহকারে অংশ গ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, শ্রীমৎ ফ্রা হিরিধাম্মো, শ্রীমৎ জ্যোতিসার থের, বাবু জোগেশ সিংহ, বাবু সঞ্জিব বড়ুয়া, বাবু সুমন বড়ুয়া, ডেভিড জুলিয়া মাজো, বাবু দীপঙ্কর বড়ুয়া, বাবু উদয়ন বড়ুয়া, বাবু ভুপাল বড়ুয়া, বাবু আকাশ বড়ুয়া, বাবু জিনপদ বড়ুয়া, বাবু পরিতোষ বড়ুয়া, বাবু স্বদেশ বড়ুয়া চন্দন, বাবু রাজ মুদসুদ্ধি বড়ুয়া, বাবু রাজীব বড়ুয়া, বাবু প্রিয়তোষ বড়ুয়া, বাবু রাজীব বড়ুয়া, বাবু সুরজিত বড়ুয়া, বাবু সুধীর বড়ুয়া, বাবু বিকাশ চাকমা, বাবু রেনু বড়ুয়া, শ্রীমতি দীপালি বড়ুয়া, বাবু সুমেশ বড়ুয়া প্রমূখ।