শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের প্রবীণ ব্যক্তিত্ব আজিজুর রহমান (৯৬) ইন্তেকাল করেন (ইন্না …………….রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
২২ মে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মৃত্যুবরণ করেন। সে দীর্ঘদিন ধরে বার্ধক্য রোগে আক্রান্ত। রবিবার সকাল সাড়ে ১০ টার সময় জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি শাহাব উদ্দিন। জানাযার নামাজে অংশগ্রহণ করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যার নুরুল আমিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূইয়া, সমাজ সেবা কর্মকর্তা হাফিজুর রহমান, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কামাল উদ্দিন, গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, সোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ কাশেম, সাংবাদিক শহিদুল ইসলাম।
উল্লেখ্য, মরহুম আজিজুর রহমান উখিয়া প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী বশির আহাম্মদ এর পিতা।
তিনি জানাযার নামাজে অংশগ্রহণকারী সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।