লাইফস্টাইল ডেস্কঃ
রসুনে রয়েছে ব্যাক্টেরিয়া-রোধী ও বৃদ্ধভাব দূর করার উপাদান। এছাড়া ত্বকের দাগ ছোপ দূর করতেও সাহায্য করে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সৌন্দর্য-চর্চায় রসুনের ব্যবহার নিয়ে কিছু বিষয় এখানে জানানো হল।
ব্রণ দূরে রাখতে:
কয়েক কোঁয়া রসুন ছেঁচে রস বের করে তা ব্রণ আক্রান্ত স্থানে লাগান। পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারে দাগ ও লালচেভাব দূর হবে।
লোমকূপ সংকুচিত করতে:
একটা রসুন অর্ধেক টমেটোর সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটা ত্বক পরিষ্কারের পাশাপাশি ও লোমকূপ সংকুচিত করে।
ফাঁটা দাগ দূর করতে:
স্থূলতার কারণে টান পড়া ত্বকে বা তলপেটে ফাঁটা দাগ হয়। এগুলো দূর করতে রসুনের রস জলপাইয়ের তেলের সঙ্গে মিশিয়ে গরম করে দাগের উপর মালিশ করুন। কয়েকদিন ব্যবহারেই এটা কাজ শুরু করে দেবে।
ত্বকের সংক্রমণ দূর করতে:
অনেকের ত্বকে লালচে ফুটকি দেখা যায়। এছাড়াও মাথার ত্বক, কনুই ও হাঁটুতে চুলকানি ও লালচে দাগ হয়। রসুন ব্যবহারে এই সমস্যার সমাধান পাওয়া যায়। কারণ এতে আছে প্রদাহরোধী উপাদান।
বয়সের ছাপ ধীর করে:
শুনতে অবিশ্বাস্য মনে হলেও, রসুন বয়সের ছাপ কমায়। সকালে ঘুম থেকে উঠে লেবু ও মধুর সঙ্গে রসুন খেলে ভালো ফল পাওয়া যায়। এক কোষ রসুন কুচি করে তা লেবু-মধুর পানির সঙ্গে পান করতে পারেন।