হাফিজুল ইসলাম চৌধুরী :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কক্সবাজার সদর-রামু স্টুডেন্টস ফোরামে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের মেধাবী ছাত্র আবদুল্লাহ আল মারুফ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজতত্ত্ব বিভাগে অধ্যায়নরত। নবগঠিত এই কমিটিতে মো.শাকিবুল হক সভাপতি ও গাজী নাজমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, শফিক আহমদ, শাহজাহান, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শাফায়েত উল্লাহ জিহাদ, সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও রানা পাল। এই ফোরামের উপদেষ্টা মন্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি নয়ন মনি দে ও সাধারণ সম্পাদক আকাশ মিত্র ২৬ অক্টোবর নতুন কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত চবি কক্সবাজার সদর-রামু স্টুডেন্টস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, বৃহৎ একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসিন হতে পেরে আমি সত্যিই অভিভূত। কক্সবাজারের ছাত্রদের উন্নয়নে আমরা কাজ করতে অঙ্গিকারবদ্ধ।