সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় “নবাগত ট্যুর অপারেটরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ- ২০১৮” পর্যটন হোটেল শৈবালে ২৮ অক্টোবর শুরু হয়েছে। দুইদিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ন সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক প্রটোকল ও পর্যটন কক্সবাজার জনাব এস এম সরওয়ার কামাল, টুরিষ্ট পুলিশ এএসপি ফখরুল ইসলাম, মহিউদ্দিন হেলাল সিইও সিবিটি বাংলাদেশ, রাফেউজ্জামান সিনিয়র সহ সভাপতি টোয়াব, সহকারী কমিশনার শেখ সেলিম, বিটিবি সহকারি পরিচালক বোরহান উদ্দিন, টুয়াক ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, টুয়াক সভাপতি তোফায়েল আহম্মেদ, টুয়াক কার্যকরি কমিটি উপদেষ্টা এম এম কিবরিয়া খান ও টুয়াক সেক্রেটারি আসাফ উদ্ দৌলা (আশেক) প্রমুখ।
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর ২৫ সদস্যকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দক্ষ পর্যটক সেবা ও ট্যুর অপারেটরদের মান উন্নয়নের লক্ষ্যে উক্ত প্রশিক্ষণ কর্মশালা কক্সবাজারে সর্ব প্রথম আয়োজন করেন।