প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা, মরিচ্যাপালং মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক্তন মহিলা ইউপি সদস্য ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দুল আলম চৌধুরীর স্ত্রী সুলতানা রাজিয়া (৪৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …রাজেউন।
সোমবার, ২৩ মে সকাল ১১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্বামী,দুই ছেলে মেয়ে আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ওইদিন রাত নয়টায় পাতাবাড়ি মসজিদ মাঠ কবরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার ভাগিনা মাওলানা হাফেজ মুর্শেদুর রহমান মাসুক।
উল্লেখ্য, মরহুমা সুলতানা রাজিয়া রামু উপজেলার মেরংলোয়া গ্রামের বাসিন্দা মরহুম হাজী সুলতান আহমদের কনিষ্ট মেয়ে এবং কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলামের ছোট বোন এবং রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম ৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোর্শেদ এর খালা।
এদিকে মরহুমার জানাযায় অংশ গ্রহনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করার আহবান জানিয়েছেন মরহুমার স্বামী মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দুল আলম চৌধুরী।
প্রজন্ম’৯৫ এর শোক-
রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম ৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোর্শেদ এর খালা শিক্ষক সুলতানা রাজিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি ফয়সাল ওবাইদ রুমেলসহ সকল নেতৃবৃন্দ।