বার্তা পরিবেশকঃ
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মোহনা টেলিভিশনের নবম বর্ষে পদার্পণ অনুষ্টান। এ উপলক্ষে ১১ নভেম্বর সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বর্ণাঢ্য র্যালী প্রেসক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে এগিয়ে যাচ্ছে মোহনা টেলিভিশন। আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এই জনপ্রিয় টিভি চ্যানেল। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, নয় বছরে মোহনা টেলিভিশন গ্রাম বাংলার সুখ-দু:খের প্রতিচ্ছবি তুলে ধরেছে। এই চ্যানেলটি বঙ্গবন্ধুর স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে।
বক্তারা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমেদ মজুমদার এর আত্মার মাগফেরাত কামনা করেন। দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বনিক, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কাউন্সিলর শাহেনা আক্তার পাখি।
উপস্থিত ছিলেন দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশক বেলাল উদ্দিন, কক্সবাজার খবর ডট কম এর সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, জিটিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরু, বিজয় টিভির জেলা প্রতিনিধি শাহ আলম, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি ইকবাল বাহার চৌধুরী, দৈনিক ইনানীর চীফ রিপোর্টার বলরাম দাশ অনুপম, দৈনিক আমাদের কক্সবাজার এর চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, সংবাদকর্মী মোহাম্মদ তারেক, যুব মহিলা লীগ নেত্রী সুফিয়া বেগমসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে কেক কেটে মোহনা টেলিভিশনের নবম বর্ষে পদার্পণ অনুষ্টান উদ্যাপন করা হয়।