“তোমায় জানতে চাই”:
শয্যার চারপাশে নগ্ন বাসি ফুল,
চেয়ে থাকে নিষ্পলক।
স্তুতি আর গানে কামনার আহ্বান।
ড্রিমলাইট কাঁদো কাঁদো, তুলে বিরহের ডাল।
দুরন্ত হৃদয় সঁপেছি আজ মধ্যরাতে,
নিষিদ্ধ পাঁপড়ীর পদতলে।।
পথের কংক্রিট জানে প্রতিটি ব্যক্তির ওজন।
ক্লান্ত পথিক চিনে লাল নীল ঘাম।
ঘুনপোকা মাপে বৃক্ষের হৃদয় স্পন্দন।
ল্যাম্পপোস্ট জানে মাতালের গোপন কষ্ট।
আমিও তোমায় জানতে চাই।
তাই, ঘোর অমাবস্যাকে বগলে চেপে
এসেছি তোমার শিবিরে।
আজ রাতে দুজন কাশবনে যাব।সমুদ্রস্নানে যাব।
ঘুরে বেড়াব গ্রীনিচ মান মন্দির থেকে চীনের প্রাচীর পর্যন্ত।।