প্রেস বিজ্ঞপ্তি:
পর্যটন উপজেলা রামুর তরুন সাংবাদিকদের সংগঠন রামু রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার, ২৭ মে বিকাল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আবুল কাশেম (দৈনন্দিন) সভাপতি এবং আবুল কাশেম সাগর (সমুদ্রকন্ঠ/ভোরের ডাক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয়বারের মত তারা দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ইউনিটির সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিকি এ সাধারণ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি অর্পণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর ও প্রচার সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, কার্যকরি সদস্য আল মাহমুদ ভূট্টো, সোয়েব সাঈদ, হাসান তারেক মুকিম।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক।
সভায় সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।
পরে কমিটির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনার আহমদ ছৈয়দ ফরমান’র কাছে সকল দায়িত্ব হস্তান্তর করেন।
বার্ষিক সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার আহমদ ছৈয়দ ফরমান গোপন ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন।
এতে কক্সবাজারের বেতার শিল্পী আবুল কাশেম ( দৈনিক দৈনন্দিন) আবুল কাশেম সাগর (সমুদ্রকন্ঠ/ভোরের ডাক) ২য় বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন শেষে সর্বসম্মতিক্রমে রামু রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অর্পণ বড়ুয়া (বাংলানিউজ/সমুদ্রবার্তা), সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (যায়যায়দিন/আমাদের কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক (দিনকাল), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (হিমছড়ি/সাঙ্গু), দপ্তর ও প্রচার সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান ( দৈনিক হিমছড়ি)।
কার্যকরি সদস্য নির্বাচিত হন সোয়েব সাঈদ (দৈনিক কক্সবাজার/পূর্বদেশ), হাসান তারেক মুকিম (আমাদের কক্সবাজার) ও আল মাহমুদ ভূট্টো (মানবজমিন/আজকের দেশবিদেশ)।
উল্লেখ্য, ২০১৪ সালের ৮ মে ‘রামু রিপোর্টার্স ইউনিটি গঠিত হয়।