সোয়েব সাঈদ, রামুঃ
রামুতে মাসব্যাপী পণ্য প্রদর্শনী মেলা শুরু হয়েছে। চৌমুহনী-বৌদ্ধ মন্দির সড়কের মৈত্রী বিহার সংলগ্ন ছাড়াভিটা মাঠে এ মেলার আয়োজন করেছে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা সিলেট। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকালে মেলার উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল হক চেয়ারম্যান ও ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কর্মসংস্থান বাড়িয়ে দেশের বেকারত্ব দূরীকরণ করতে হলে দেশীয় তথা ক্ষুদ্র শিল্পকে গুরুত্ব দিতে হবে। পণ্য প্রদর্শনী মেলার মাধ্যমে দেশীয় শিল্পের প্রসার ঘটে। তাই আদিবাসীদের পণ্য প্রদর্শনী মেলার আয়োজন দেশীয় শিল্পের জন্য সহায়ক হবে। সরকার চায় দেশের আদিবাসীরা সমাজে প্রতিষ্ঠা লাভ করুক।
সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রাখি মনি সিনহার সভাপতিত্বে এবং সাংবাদিক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মোজাফ্ফর আহমদ, রমেশ বড়ুয়া, রনধীর বড়ুয়া, মমতাজুল হক, অলক বড়ুয়া, সুখেন্দু বড়ুয়া, পলিন্দ্র লাল বড়ুয়া, পরেশ বড়ুয়া, মোকতার আহমদ ও আবদুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক গিয়াস উদ্দিন কোম্পানী, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, ইন্সটিটিউট অব মিউজিক রামু’র পরিচালক সাংবাদিক এইচ,বি পান্থ, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা ইউনুচ খান, মো. ইউনুচ, মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার কামাল, এজাওয়াত উল্লাহ মহব্বত প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে মাসব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়ুয়ার তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইন্সটিটিউট অব মিউজিক রামু’র শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
এদিকে রামুতে প্রথমবারের মত এ ধরনের ব্যতিক্রমী পণ্য প্রদর্শনী মেলার আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মেলায় বিভিন্ন পণ্যের অর্ধ শতাধিক স্টল ছাড়াও শিশুদের বিনোদনের জন্য থাকবে নাগরদোলা, রেল গাড়ি ও ইলেকট্রনিক নৌকা সহ নানা আয়োজন।