প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাং এর পূজনীয় অধ্যক্ষ, প্রবীণ ধর্মগুরু, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব উঃ পন্ডিত মহাথের মহোদয় পরলোক গমন করেছেন। গত ২৪ নভেম্বর শনিবার রাত পৌনে আটটায় পরলোক তিনি পরলোক গমন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
উল্লেখ্য, উঃ পন্ডিত মহাথের মহোদয় দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ মনে করে, তাঁর মৃত্যুতে সমাজ এবং বুদ্ধ শাসনের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
আমরা তাঁর পারলৌকিক সদগতি কামনা করছি এবং প্রয়াতের উদ্দেশে পুণ্যদান করছি।