শহিদুল ইসলাম:
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ জাহান চৌধুরীর সাথে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উখিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় শাহ জাহান চৌধুরী বলেন, উখিয়ার সার্বিক পরিস্থিতি ভাল। আসন্ন ৪ জুন ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। বিশেষ করে ফলিয়া পাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বাধীনতার পর থেকে কোন নাগরিক তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে না।