লাইফস্টাইল ডেস্কঃ
শীতে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি ঠোঁটও শুষ্ক, রুক্ষ হয়ে ওঠে। এ সময় ঠোঁটের নিয়মিত যত্ন নেওয়া জরুরি। ঘরোয়া কিছু পদ্ধতিতে এ সময় ঠোঁট ফাঁটা রোধ করা যায়। যেমন-
১. অনেকের বাড়িতেই আজকাল অ্যালোভেরা গাছ থাকে। আশেপাশের বাজারেও অ্যালোভেরার পাতা পেতে পারেন। নিয়মিত অ্যালোভেরার রস ঠোঁটে লাগালে শুষ্ক ঠোঁটের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
২. এক ফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে রাখুন। এটি ঠোঁটের শুষ্কতা কমিয়ে ঠোঁট নরম রাখতে সাহায্য করবে।
৩. মধু ও গ্লিসারিনের পেস্ট বানিয়ে লাগালে ঠোঁট নরম হবে।
৪. টাটকা গোলাপের পাপড়ি নিয়ে কাঁচা দুধে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সারা দিনে অন্তত তিন বার এটা ঠোঁটে লাগান। ঠোঁট হবে কোমল ও মসৃণ।
৫. চিনি স্ক্র্যাবার হিসাবে ভাল কাজ করে। ঠোঁটে চিনি ঘষলে মরা কোষ সরে যায়। সেই সঙ্গে ঠোঁট হয়ে ওঠে নরম, কোমল।
৬. প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে নারকেল তেলের গুরুত্ব অনেক। অল্প একটু নারকেল তেল গরম করে ঠোঁটে সারা রাত লাগিয়ে রাখুন । সকালে ঠোঁট নরম হয়ে উঠবে।
এছাড়া ঠোঁটের শুষ্কতা দূর করতে আর কিছু বিষয় মাথায় রাখা জরুরী। ঘনঘন ঠোঁট চাটা থেকে বিরত থাকুন। রাতে ঠোঁটে লিপ জেল, গ্লিসারিন ব্যবহার করুন। নিয়মিত ঠোঁটে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। শীতকালে শরীরে যেন পানির ঘাটতি না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। শরীরকে সতেজ রাখতে ভিটামিন, খনিজ পদার্থে পূর্ণ খাবার খান।
সূত্র : এনডিটিভি