আন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের কারাবন্দিত্বের এক বছরের মাথায় অবিলম্বে তাদের মুক্তি চেয়েছে পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা।
কারাভোগের বর্ষপূর্তিতে দুই সাংবাদিকের মুক্তির দাবি নিয়ে তাদের সমর্থকরা বুধবার সন্ধ্যায় ইয়াংগুনের প্রাণকেন্দ্রে বিক্ষোভ-সমাবেশ আয়োজন করেছে। এতে অংশ নিচ্ছে শতাধিক মানুষ।
রাখাইন রাজ্যে সেনা অভিযানে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে গত বছর ডিসেম্বরে গ্রেপ্তার হন মিয়ানমারে রয়টার্সের দুই প্রতিনিধি ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও।
রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষীসাব্যস্ত করে তাদের সাত বছর করে করাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলা বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে মিয়ানমারে গণমাধ্যমের দুরবস্থার চিত্র দেখিয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশুগজির সঙ্গে মিয়ানমারে বন্দি সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।