সোয়েব সাঈদ:
কক্সবাজার আইনজীবি সমিতির সদস্য এডভোকেট হুমায়ন আজাদ মনজুর বৃহষ্পতিবার (আজ) ২ জুন সকাল আটটায় কক্সবাজারের লিংকরোড মহুরীপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, সিএনজি গাড়িযোগে কক্সবাজার কর্মস্থল (কক্সবাজার আইনজীবি সমিতি ভবন) যাচ্ছিলেন তিনি। যাওয়ার সময় বিপরীতমুখি সৌদিয়া চেয়ারকোচ সিএনজি গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থল হুমায়ন আজাদ মনজুর প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পর মারা যান সিএনজির আরো এক যাত্রী। তবে এখনো ওই নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এডভোকেট হুমায়ন আজাদ মনজুর রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের আলী হোছেন সিকদারপাড়ার মরহুম মাস্টার আহমদ নবী ও সাবেক ইউপি সদস্যা খতিজা বেগমের (বর্তমানে ইউপি সদস্য প্রার্থী) ছেলে। ৫ ভাই, ১ বোনের মধ্যে সবার ছোট হুমায়ন আজাদ মনজুর ছিলেন সবার ছোট।
বৃহষ্পতিবার এশার নামাজের পর চাকমারকুল আলী হোসেন সিকদারপাড়া জামে মসজিদ মাঠে হুমায়ন আজাদ মনজুরের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। হুমায়ন আজাদ মনজুরের বড় ভাই আমান উল্লাহ কাজল রুমখা পালং বালিকা মাদরাসার প্রভাষক, জিয়াউর রহমান সেলিম বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এবং মিজানুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এডভোকেট হুমায়ন আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা এবং রামু উপজেলার সকল সদস্যবৃন্দ।
এদিকে সড়ক দূর্ঘটনায় নিহত হুমায়ন আজাদ মনজুরের মৃতদেহ বৃহষ্পতিবার সকাল ১১ টায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চাকমারকুল আলী হোছেন সিকদারপাড়াস্থ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
কক্সবাজার আইনজীবি সমিতির সদস্য এডভোকেট হুমায়ন আজাদ মনজুরের মৃত্যুতে সর্বত্র শোকাবহ পরিবেশ বিরাজ করছে।