অনলাইন ডেস্কঃ
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণ করে। তিনি বলেন, একদিন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনা, এখন তা বাস্তবে পরিণত হয়েছে। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। দেশের প্রায় প্রতিটি গ্রাম আলোকিত।
সোমবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আড়াইআনি বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি’র আমলে মানুষ বলত ‘মায়ে পুতে মিল্লা, দেশটা খাইলো গিল্লা’। তারা হাওয়া ভবন তৈরি করে দেশের সম্পদ লুট করেছে। মানি লন্ডরিং করেছে। এরা পাবলিকের দিকে নজর দেয়নি। নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে।
তারেক রহমান সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, তারেক যদি অপরাধই না করে থাকে দেশে আসবে না এমন মুচলেকা দিয়ে লন্ডনে আছে কেন? একজন রাজনীতিবিদের জন্য ঝড়-ঝাপটা আসতে পারে। জেল-জুলুম হতে পারে। কিন্তু সে যদি সৎ হয়, নীতির প্রশ্নে আপোষহীন থাকে, তাহলে সবকিছু মোকাবিলা করার সাহস তার থাকবে। তারেক অপরাধী তাই তার সৎ সাহস নেই।
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে পারমাণবিক বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। আবার আমদানি করা বিদ্যুৎ দেশের চাহিদা মেটাচ্ছে। দেশের জন্য শেখ হাসিনা অনন্য। তিনি রাশিয়ার সঙ্গে কথা বলতে পারেন আবার আবার চীনের সঙ্গেও সম্পর্ক রাখতে পারেন। সেজন্য পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও বরগুনায় চীনের সহায়তায় তাপ বিদ্যুৎ হচ্ছে। এরই নাম নেতৃত্ব। এরই নাম দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিলসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।