সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শ্রমিক নেতা আতাউল্লাহ বোখারীর মাতা নুরুজ্জাহান বেগম (৮৫) বৃহস্পতিবার সকাল ৪.৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি ওয়াইন্ন ইলাহি রাজেউন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় গোরকঘাটা ইসলামী মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তাঁর জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশার শোকাহত মানুষের ঢল নামে চারদিকে এক আবেকময় পরিবেশ সৃষ্টি হয়। তাঁর জানাজা নামাজে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান ও পেকুয়া যুবদলের সভাপতি শাফায়েত আজিজ (রাজু), মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি এড. নুরুল আলম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরী আবু মিয়া, মহেশখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান, মহেশখালী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, সদস্য বাবর চৌধুরী, বিএনপি নেতা এনায়েত উল্লাহ বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল আলম সাকিব, কালারমারছড়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কুদ্দুস চৌধুরী, কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, হোয়ানক চেয়ারম্যান মোস্তাফা কামাল, ধলঘাট চেয়ারম্যান কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সায়েম, মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম জয়, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ মোঃ আরাফাত, সহ-সভাপতি মোঃ কাশেম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক বাইতুল্লাহ, কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা এ.এম হোবাইব সজীব, সাংবাদিক আবু তাহের ও বশির উল্লাহ, জেলা যুবদলের সদস্য শফিউল আলম, মহশখালী উপজেলা যুবদলের সভাপতি মকছুদুর রহমান নিরু, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোছাইন মনজু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাবের হোছাইন, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ক্রিড়াবিদ মাষ্টার মুহিবুল্লাহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার শোকাহত লোকজন জানাযায় অংশ গ্রহন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পৌর মেয়র মকছুদ মিয়ার মাতার মৃত্যুতে জেলা আ.লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাংসদ আশেক উল্লাহ রফিক এক শোক বার্তাতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মর মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে।