
আমাদের রামু রিপোর্ট:
রামুতে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক কেন্দ্রে ভোট দিবেন ভোটাররা। ষষ্ঠ বা শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামু উপজেলার ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়াপালং ও চাকমারকুল ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
ষষ্ঠ ধাপে রামু উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে ২৯ জন চেয়ারম্যান, ৫৯ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও ২১৩ জন সাধারণ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
এ ৬ টি ইউনিয়নে মোট ৯১ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছেন।
নির্বাচনে ৬ টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে ৫৪ জন প্রিসাইডিং অফিসার, ২৬৬ জন সহকারি প্রিসাইডিং অফিসার এবং ৫৩২ জন পোলিং অফিসার দায়িত্বে নিয়োজিত আছেন। ভোট কেন্দ্রগুলোতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে।