অনলাইন ডেস্কঃ
টেকনাফের দমদমিয়া এলাকায় গতকাল সোমবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সাব্বির হোসেন (২৫) ও হাফিজুর রহমান (৩৫)। দুজন মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি র্যাবের।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব–৭) এএসপি শাহ আলমের তথ্যমতে, রাত ১২টা ৪০ মিনিটে দুই পক্ষের গুলিবিনিময়ের পর সাব্বির ও হাফিজুরকে আহত অবস্থায় উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।
সাব্বিরের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে ও হাফিজুরের বাড়ি ঢাকার সাভারে।
সূত্রঃ প্রথম আলো