নঈম আল ইস্পাহান:
বলিউডের অন্যতম জনপ্রিয় মুভি”হাউজফুল”সিরিজে। প্রথম ও দ্বিতীয় কিস্তির পর শুক্রবার মুক্তি পেলো এই সিরিজের তৃতীয় কিস্তি। নাচ,গান,এ্যাকশান,কমেডির সংমিশ্রণে টান টান উত্তেজনায় ভরপুর এবারের বিগ বাজেটের ছবিটি।
বহুল প্রতীক্ষীত ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ অসংখ্য তারকার একসাথে অবস্থান।বরাবরের মত হাউজফুল সমৃদ্ধ তিন নায়ক ও তিন নায়িকার জুটি বদ্ধজলা লাভ কেমিষ্ট্রিতে।লন্ডনের বিভিন্ন জাঁকজমক লোকেশানে হাউজফুল “থ্রির” শুট্যিং হয়। এবারের হাউজফুল ‘থ্রি’ তে প্রধান ভূমিকায় আছেন অক্ষয় কুমার,রীতেশ দেশমুখ,অভিষেক বচ্চন,জ্যাকুলিন ফার্নান্দেজ,নার্গিস ফখরী,লিজা হেডৌন,বোমান ইরানি সহ অনেকে।
তৃতীয় কিস্তিতে নায়ক,নায়িকার মধ্যে অনেক পরিবর্তন লক্ষণীয়।অক্ষয় কুমার,রিতেশ দেশমুখ,জ্যাকুলিন দ্বিতীয় কিস্তিতে থাকলেও অভিষেক বচ্চন,নার্গিজ ফখরী,লিজা রা নতুন কিস্তিতে জন আব্রাজাম,অসিন দের পরিবর্তনে সুযোগ পান।
প্রথম দুইটি সিরিজের পরিচালক সাজিদ খান থাকলেও এবার হাউজফুলের পরিচালনার ভার পান সাজিদ-ফরহাদ।ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। বলা হচ্ছে প্রথম দুইটি কিস্তির তুলনায় এবার হাউজফুল “থ্রি” সবচেয়ে বেশি ব্যবসা সফল হবে। হাউজফুল “থ্রির” প্রথম তিন দিনের উপার্জন পঞ্চাশ কোটি রুপির দরজা পেরিয়ে গেছে।সারা পৃথিবী জুড়ে হাউজফুল “থ্রি” চার হাজারের ও বেশি হলে মুক্তি পেয়েছে।