নিজস্ব প্রতিনিধি:
মাঝে মধ্যে প্রশাসনের পক্ষে থেকে ফের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে খবর পেলে দিকবিদিক ছুটে উঠে যায় হকাররা। জানা গেছে, চকরিয়া উপজেলার পৌরশহর চিরিঙ্গায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের-ফুটপাত দখল করে টং দোকান করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে শতশত লোক। এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে স্থানীয় ফল ব্যবসায়ী সমিতি ও হকার্স সমিতির প্রভাবশালী মহল ও চকরিয়া পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা।
তাদের ছত্রচ্ছায়ায় এসব ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে দীর্ঘ সময় যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হতো। অবশেষে স্থানীয় জনসাধারণের অনুরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাহেদুল ইসলাম জানান, হকাররা পুনরায় বসলে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।