সংবাদদাতা:
রামুতে স্বেচ্ছাশ্রমে বৌদ্ধ বিহার সড়কের আবর্জনা পরিষ্কার করলেন ৪ঠা জুন অনুষ্ঠিত বিপুল ভোটে নির্বাচিত মেম্বার লিটন বড়ুয়া লুতুর নেতৃত্বে স্থানীয় যুব সম্প্রদায়।
৭ জুন সোমবার সকালে চৌমুহনী বাস স্টেশন থেকে কেন্দ্রীয় সীমা বিহার পর্যন্ত সড়কটিতে জমে থাকা দূর্গন্ধযুক্ত ময়লা পানিসহ আবর্জনা তথা দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করা হয়।
উল্লেখ্য, রামু বৌদ্ধ বিহার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়া, শ্রীধন পাড়া, আমতলিয়া পাড়ার লোকজন ছাড়াও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী ও বৌদ্ধদের অন্যতম পূণ্যময়স্থান কেন্দ্রীয় সীমা বিহারে পূণ্যার্থী সহ অসংখ্য পর্যটক আসা যাওয়া করেন।
কিন্তু রামু চৌমুহনীর ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিত না হওয়ায় এ সড়কটির অনেকাংশ সবমসয় ময়লা পানিতে সয়লাব হয়ে থাকে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হলেও কাজের কাজ কিছু হয়না। তাই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে স্বেচ্ছাশ্রমে বৌদ্ধ বিহার সড়কের আবর্জনা পরিষ্কার করা হল বলে জানালেন স্থানীয় যুব সম্প্রদায়।