চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে পৈত্রিক জমির বিরোধ নিয়ে দু’পক্ষকে মধ্যস্থতা করার চেষ্টা করায় ক্ষিপ্ত হয়ে এক পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়েছেন নুরুল ইসলাম ফুয়াদ (৩৯) নামে এক মধ্যস্থতাকারী।
বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজঘোনা (দলিল মিয়ার বাড়ির রাস্তায়) এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ফুয়াদ ওই এলাকার মরহুম মাস্টার আকতার আহমদের ছেলে।
অভিযোগে জানা গেছে, সাহারবিল মাইজঘোনা এলাকার মৃত শওকত আলীর স্ত্রী বুলু বেগম ও তার ভাই বশরের মধ্যে জমি নিয়ে ঝগড়া চলছিল। ওই সময় মধ্যস্থতাকারী তাদেরই নিকটত্বীয় নুরুল ইসলাম ফুয়াদ দু’পক্ষকে মিমাংস করার চেষ্টা করেন। এক পর্যায়ে মৃত শওকতের পুত্র স্থানীয় স্কুলের ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র সিহাব (১৬) হাতে ধারালো অস্ত্র নিয়ে পেছন দিক থেকে এসে নুরুল ইসলাম ফুয়াদকে মাথা লক্ষ্য করে আঘাত করে।
পরে আহত ফুয়াদের স্ত্রী মুসলিমা আক্তার সহ পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে তাকে রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ফুয়াদের সাথেও পারিবারিক ওই জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যাক্তির অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।