প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় দৈনিক সংবাদ, দৈনিক প্রিয় চট্টগ্রাম ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান সম্পাদিত দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে রামুর গর্জনিয়ার এক সময়ের আলোচিত সাবেক শিবির ক্যাডার সৈয়দ নজরুল ইসলাম কর্তৃক একাধিক মিথ্যা মামলা দায়ের করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে তাঁরা বলেন, হাফিজুল ইসলাম চৌধুরী একজন পেশাধার তরুণ সাংবাদিক। সাংবাদিকতার শুরু থেকেই সে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে কলম ধরেছে। অন্যায়কারী ও দূর্নীতিবাজদের সাথে কখনো আপোষ করেনি। এ কারণেই গুটি কয়েক লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত।
সৈয়দ নজরুল ইসলাম সদ্য অনুষ্ঠিত গর্জনিয়া ইউপি নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নজরুল ও তাঁর আত্মীয়-স্বজন অতীতের প্রতিশোধ স্বরূপ হয়রানীমূলক একাধিক মিথ্যা মামলায় সাংবাদিক হাফিজকে জড়াচ্ছে। যা সম্পূর্ণ অন্যায়। এসব হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে সাংবাদিক হাফিজকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, উপদেষ্টা তসলিম ইকবাল চৌধুরী, সভাপতি মোঃ ইফসান খাঁন ইমন, সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, সহ-সভাপতি আবদুর রশিদ, সহ-সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, দপ্তর সম্পাদক এম.আবু শাহমা, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুছ প্রমূখ।