গিয়াস উদ্দিন ভুলু:
টেকনাফে লাগাতার বৃষ্টি, বৈরি আবহাওয়া, সাগর উত্তাল ও প্রচন্ড বজ্রপাতের মধ্যেও থেমে ইয়াবা পাচার। পাচারকারিরা তাদের জীবন বাজি রেখে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে।
১১ জুন সাগরের নৌশ প্রহরী কোষ্ট গার্ড সদস্যরা সের্ন্টমাটিন দ্বীপের উপকুল থেকে ৬ হাজার ইয়াবাসহ পাঁচজন পাচারকারিকে আটক করতে সক্ষম হয়েছে। এসময় ইয়াবা পাচারের ব্যবহারিত একটি কাঠের ট্রলার ও কিছু মাছ ধরার জাল জব্দ করে।
কোস্টগার্ড সুত্রে আরো জানা যায়, ১১ জুন শনিবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সের্ন্টমাটিনে কোস্টগার্ডের লেফটেন্যান্ট মাহাফুজুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম সের্ন্টমাটিন জেটি সংলগ্ন এলাকার উপকুল থেকে মিয়ানমার থেকে আসা একটি ট্রলারে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা সহ পাঁচজন ইয়াবা পাচারকারিকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হল, টেকনাফের শিশির মিয়া, কেফায়েত উল্লাহ, মো. ইউচুপ, আবদুল হাসেম ও উখিয়া উপজেলার ইমাম হোসেন।
সের্ন্টমাটিন দ্বীপ কোস্টগার্ডের লে: মাহাফুজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চত করে আরো বলেন, সাগর উত্তাল হওয়ায় ইয়াবাসহ আটক ব্যক্তিদের সের্ন্টমাটিনে রাখা হয়েছে। রোববার সকালে মাদক মামলা দিয়ে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।