গিয়াস উদ্দিন ভুলু:
টেকনাফে লাগাতার বৃষ্টি ও বজ্রপাতে এক রোহিঙ্গা জেলে নিহত হয়েছে। এলাকাবাসীর সুত্রে জানা যায়, ১১জুন সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা বস্তির আমির হোসেনের পুত্র কামাল হোসেন (২২) মাছ শিকার করতে গেলে লাগাতার বজ্রপাতে তার মৃত্যু হয়। পাশের কয়েজন লোক তাকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়।
এদিকে গত তিন ধরে টেকনাফ উপজেলায় লাগাতার বৃষ্টিতে জন জীবন অতিষ্ট হয়ে পড়েছে। ভারি বর্ষনে প্লাবিত হয়েছে টেকনাফ পৌর-শহরের বেশ কয়েকটি মহল্লা লাগাতার বজ্রপাতে মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ভয় আতংক।
টেকনাফের ৬০-৭০ বছরের বৃদ্ধারা মত প্রকাশ করে বলেন, এই ধরনের লাগাতার বজ্রপাত আমরা আগে কখনো দেখেনি।