১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। আন্তর্জাতিক শ্রম সংস্থা এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘উৎপাদন থেকে পণ্য ভোগ শিশুশ্রম বন্ধ হোক’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার জাতিসংঘ শিশু অধিকার সনদ এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধ ও নিরসন–বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে। শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জাতীয় শিশুশ্রম নীতি ২০১০ প্রণয়ন করা হয়েছে।
কিন্তু তারপরও এ দেশের বহু শিশু বিভিন্ন শ্রমে নিয়োজিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশুশ্রম সমীক্ষা ২০১৩-এর তথ্য অনুযায়ী, দেশে সাড়ে ৩৪ লাখ শিশু কর্মরত রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ লাখ শিশু রয়েছে, যাদের কাজ শিশুশ্রমের আওতায় পড়েছে। তার মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত আর ২ লাখ ৬০ হাজার শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত।
শিশুরা দেশের ভবিষ্যত। আজকের শিশুরা অযোগ্য হয়ে গড়ে উঠলে তার খেসারত দিতে হবে পুরো জাতিকে। প্রতিটি শিশুর সুন্দর আগামী নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলের। আমরা যেন কোন শিশুর প্রতি নির্দয় না হই।