শাহারীয়ার ওয়াহেদ
গর্জনিয়া,রামু।
বৃষ্টি হচ্ছে বৃষ্টি,
বাড়ীর উপর টিনের চালে
ঝম্ ঝম্ ঝম্ অজর তালে
দূরে না যায় দৃষ্টি।
বৃষ্টি হচ্ছে বৃষ্টি,
মাঠের মাঝে কৃষক হাসে
লাঙ্গল বলদ জমি চাষে
স্রষ্টার অসীম সৃষ্টি।
বৃষ্টি হচ্ছে বৃষ্টি,
জনতাদের হাজার দোয়া
ময়লা যত হচ্ছে ধোয়া
নব বর্ষার বৃষ্টি।
বৃষ্টি হচ্ছে বৃষ্টি,
জলের ফোটা ছিদ্র দিয়ে
পাশের বাড়ীর মেয়ের বিয়ে
দারুণ! অনাসৃষ্টি।
বৃষ্টি হচ্ছে বৃষ্টি,
অনেক কিছু দেখার ছলে
এসো ভিজি ঠান্ডা জলে
ঝাপসা ঝাপসা দৃষ্টি।
বৃষ্টি হচ্ছে বৃষ্টি,
ছাদের উপর ঐ মেয়েটি
ভিজ্ছে যে তার নামটি বৃষ্টি
দেখতে ভারী মিষ্টি!
বৃষ্টি হচ্ছে বৃষ্টি।