নিজস্ব প্রতিনিধি :
চকরিয়ায় কলেজে যাওয়ার পথে প্রায় সময় ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মিনহাজ উদ্দিন (১৯) নামের এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম তাঁর কার্যালয়ে বাদি ও বিবাদী পক্ষের উপস্থিতিকে এ আদেশ দেন সোমবার বিকালে।
দন্ডপ্রাপ্ত ওই যুবক মিনহাজ চকরিয়া পৌরসভা ৬নম্বর ওয়ার্ডের কাহারিয়া গ্রামের আহমদ সোবহানের ছেলে।
চকরিয়া থানার এসআই আনোয়ার হোসেন আমাদের রামুু ডটকমকে বলেন, চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের শিব্বির আহমদের মেয়ে (নাম গোপন রাখা হলো) কক্সবাজার সরকারি কলেজে অধ্যায়নরত। ওই ছাত্রী কলেজে যাওয়ার পথে প্রায় প্রতিদিন একই এলাকার বখাটে যুবক মিনহাজ তাকে নানা ভাবে উক্ত্যক্ত করতো।
তিনি বলেন, এ অবস্থার প্রেক্ষিতে সোমবার ছাত্রীর বাবা শিব্বির আহমদ এ ব্যাপারে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর দুুপুরের দিকে অভিযান চালিয়ে ওই যুবককে পৌরশহরের চিরিঙ্গাস্থ হাশেম মাকের্টের সামনে থেকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, আটক বখাটে যুবক মিনহাজকে এদিন বিকালে উপজেলা ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়। পরে আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম অপরাধ স্বীকার করায় ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়।