হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় আবদুল করিম (৭০) নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। বুধবার (১৫জুন) দুপুরে নদীর গিলাতলী বনবিট ভবনের সামনে থেকে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত বৃদ্ধ গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের মেয়ে জামাই বদিউল আলম আমাদের রামু ডটকমকে মুঠোফোনে জানান, তাঁর শাশুড় বিগত এক সপ্তাহ আগে বাঁকখালী নদীর লেদুরমূখ এলাকায় দিনমজুরের কাজ করতে যায়। কিন্তু গত সোমবার নদীপার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার দুই দিনের ব্যবধানে তাঁর লাশ পাওয়া যায়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর এটিএসআই মোহাম্মদ ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।