শাহারীয়ার ওয়াহেদ
গর্জনিয়া,রামু,কক্সবাজার।
একটি দোয়েল কিচ কিচ শব্দ তুলে,
এগাছ ওগাছ ঢালে ঢালে,
সাদা-কালো পাখনাগুলো,
ভালবাসার কথা বলে।
একটি দোয়েলের দিকে হাজার রাইফেল তাক
কেটেকুটে শতভাগ,
শত শত লোভীর ভীড়ে,
কলিজাটা নিচ্ছে ছিঁড়ে।
একটি দোয়েল বাংলাদেশে,
হাটে, মাঠে, নদীর ঘাটে,
উড়ছে যত স্বাধীন পথে,
গণতন্ত্র মুক্তি পেতে, নানা মুনির নানা মতে।