সারা দেশে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। মাদারীপুরের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাটাও তার প্রমাণ। ওই মহলটি দেশজুড়ে সাম্প্রদায়িকতা ছড়াতে তৎপর। তার এ কাজটায় সক্ষমতা অর্জনে চেষ্টা করছে।
গৌরনদীর বাসিন্দা ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী বলেন, এ সব কারণে আমরা ২০০৫ সালে বাংলাভাই, শায়খ শেখ আব্দুর রহমানসহ বেশ কয়েকজন জঙ্গিকে প্রতিহত করতে রাজশাহীতে ফজলে হোসেন বাদশার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। যার ধারাবাহিকতায় জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে এখন ঐক্যবদ্ধভাবে একটি দেয়াল গড়ে তুলতে হবে।
মেনন আরো বলেন, ওই গোষ্ঠী সারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য হিন্দু সম্প্রদায়ের পুরোহিত, খ্রিষ্টান যাজক, সাহিত্যিক, ব্লগারদের ওপর হামলা চালচ্ছে এবং তাদের হত্যা করা হচ্ছে। আর এসব হত্যাকা-ের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে বরিশাল-৩ আসনের সাংসদ শেখ মো. টিপু সুলতানসহ ওয়ার্কার্স পার্টির নেতারা উপস্থিত ছিলেন।