নিজস্ব প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে অপহৃত চিং খেইমা মার্মা (২৮) কে ১৮ জুন, শনিবার কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ চাকমারকূলের মাতব্বর পাড়া থেকে উদ্ধার করা হয়েেেছ। গত ১১ মে অং অং মার্মার সহধর্মিণী চিং খেইমা অপহৃত হন।
গতকাল নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এর আগে অং অং মার্মা বাদী হয়ে থানায় একটি (অপহরণ মামলা নং ৭/১৬ইং) দায়ের করেন। এর পর এসআই আবু মূছার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃতা খেইমাকে উদ্ধার করেন। অপহৃত এ উপজাতীয় নারী উদ্ধার হওয়ার ঘটনা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু মুছা জানান,শনিবার দিবাগত রাতে রামু থানাকে অবহিত করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রামুর দক্ষিণ চাকমার কূল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, মামলার প্রধান আসামি এরশাদ উল্লাহসহ অন্যান্য আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।