হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল ইউপি সদস্য মংনু প্রু মার্মার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ। রোববার, ১৯জুন বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের দুই শতাধীক কর্মী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা জেএসএস কর্তৃক অপহৃত আওয়ামী নেতা মংনু প্রু মার্মার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা বৃহৎ কর্মসূচিরও ঘোষণা দেয়ার হুমকি দেন।
পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. শফিউল্লাহ, তসলিম ইকবাল চৌধুরী, ডা. মো. ইসমাইল প্রমূখ।