সোয়েব সাঈদ:
গুপ্ত হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সৈনিকলীগ, তাঁতীলীগ, মৎস্যজীবিলীগ, শ্রমিকলীগ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
রবিবার, ১৯ জুন রামু চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান, যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।
সমাবেশে বক্তব্য রাখেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলহাজ্ব তৈয়ব উল্লাহ মাতাব্বর, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, জেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো।
ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও রামু বনিক সমবায় সমিতির সদস্য আজিজুল হক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, উত্তম মহাজন, ওসমান গনি, রামু উপজেলা সৈনিকলীগ সাধারণ সম্পাদক এস.এম হুমায়ন কবির, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ওসমান গনি, রামু ওলামালীগ সভাপতি মৌলানা নুরুল আজিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আনছারী, তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রামু’র সাধারণ সম্পাদক খালেদ হোসেন টাপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল হক রাজা, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা প্রজম্মলীগ রামু’র সভাপতি আনোয়ার হোসেন বাবলা, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম বলেন, দেশের গুপ্ত হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশকে
অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
রিয়াজ উল আলম বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠির অপতৎপরতা রুখতে সকল নেতা-কর্মীকে সজাগ থাকার আহবান জানান ।