সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদে দেশের কোথাও যানজট সৃষ্টি হবে না। চার লেনগুলোর অবস্থা এবার অনেক ভালো। এছাড়া জয়দেবপুর-এলেঙ্গা চার লেন নির্মাণ কাজের জন্য যানজট যাতে না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। আগের যেকোনও সময়ের চেয়ে এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, যেকোনও মূল্যে ঈদের আগে মহাসড়কগুলো ময়লা-আবর্জনামুক্ত এবং ঈদের পরে অবৈধ দখলমুক্ত করা হবে। এসব করতেই রাস্তায় নেমেছি।
সেতুমন্ত্রী আরও বলেন, ২৬ জুন দেশের প্রথম বাস-র্যাপিড ট্রানজিটের (বিআরটি) ফিজিক্যাল কনস্ট্রাকশনের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জয়দেবপুর থেকে উত্তরা পর্যন্ত ছয়টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। টঙ্গী ব্রিজ হবে ১০ লেন। টঙ্গী থেকে উত্তরা ৪ কিলোমিটার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকে এম নাহিদ রেজাসহ প্রমুখ।
[বাংলা ট্রিবিউন]