সোয়েব সাঈদ:
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল এলাকায় খালের পানিতে ডুবে স্কুল ছাত্রী প্রাণ হারিয়েছে। নিহত স্কুল ছাত্রী উম্মে সালমা (৯) স্থানীয় নুর মোহাম্মদের কন্যা এবং পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এনিয়ে গত দুদিনে রামুতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হলো।
গর্জনিয়া ক্যাজরবিল এলাকার বাসিন্দা হাফেজ দিল মোহাম্মদ জানিয়েছেন, গত সোমবার (২০ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে উম্মে সালমা লিজা মনি নামের এক সহপাঠীর সাথে গর্জই খালে গোসল করতে যায়। একপর্যায়ে উম্মে সালমা সাঁতার কাটার সময় পানিতে হাবু ডুবু খেতে শুরু করে। সাথে থাকা শিশু লিজা মনি বাড়িতে জানালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। বিকাল চারটার দিকে ওইস্থানে লোকজন উম্মে সালমার মৃত দেহ দেখতে পায়।
সোমবার বাদে মাগরিব নামাজে জানাযা শেষে উম্মে সালমাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে উম্মে সালমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।