খালেদ শহীদ:
রামুর প্রাক্তন ছাত্রদের সংগঠন খিজারীয়ান-৮৬ বন্ধুদের ঈদ মিলনোৎসব ৯ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুন) বিকাল সাড়ে ৩টায় রামু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
খিজারীয়ান-৮৬ সভাপতি খালেদ শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী হোসেন, খিজারীয়ান-৮৬ সাংগঠনিক সম্পাদক রূপন শর্মা, সদস্য নুরুল হক কোম্পানী, শফিউল আমিন প্রমুখ।
সভায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের প্রাক্তন বন্ধুদের নিয়ে ‘ঈদ মিলনোৎসব’ এর আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৯ জুলাই শনিবার রামু রাবার বাগান রেষ্ট হাউজে এ ‘ঈদ মিলনোৎসব’ অনুষ্ঠিত হবে।
এ আয়োজনকে সফল করতে খিজারীয়ান-৮৬ সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রূপন শর্মা ও ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, নুরুল হক কোম্পানী, শফিউল আমিন, প্রবাল বড়ুয়া নিশান, কিশোর কুমার বৈদ্য, আজিজুল হক সিকদারকে নিয়ে ‘ঈদ মিলনোৎসব’ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
এ ঈদ মিলনোৎসবে খিজারীয়ান-৮৬ বন্ধুদের অংশ নিতে আহ্বান জানিয়েছেন, ‘ঈদ মিলনোৎসব’ প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।