প্রেস বিজ্ঞপ্তি :
র্যাব-৭ কক্সবাজার কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট আশেকুর রহমান সাথে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দেও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন, মঙ্গলবার বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় র্যাব কোম্পানি কমান্ডার আশেকুর রহমান সম্প্রতি পেকুয়ায় ইউপি নির্বাচনে র্যাব সদস্যদের সাথে সাংবাদিকদের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য দু:খ প্রকাশ করেন।
ভবিষ্যতে সাংবাদিক এবং র্যাবের সাথে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে প্রতিশ্রুতি দেন এবং তিনি কক্সবাজারে সন্ত্রাস দমন, মাদক পাচারসহ যে কোন অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশের বৃহত্তম স্বার্থে র্যাবের সকল ইতিবাচক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি র্যাবের সংবাদ সংগ্রহ বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার করা হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়র এর সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি ফজলুল কাদের চৌধুরী, তোফাইল আহমেদ, আব্দুল কুদ্দুস রানা, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম , সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপুসহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এবং কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।