শিক্ষা ডেস্কঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৯৯ হাজার ৬৫১ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর তার বোর্ডের অধীনে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে।
গতবছর চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৬৮৪ জন। সেই হিসেবে এ বছর পরীক্ষার্থী বেড়েছে দুই হাজারের বেশি।
আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এ পরীক্ষায় যারা অংশ নেবে, তাদের মধ্যে ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্র, ৫০ হাজার ২৮৬ জন ছাত্রী।
এ বছরও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সবচেয়ে বেশি ৩৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৩৭ হাজার ৮৮১ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ২২ হাজার ৬৬২ জন এবার এইচএসসি দেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৭১ হাজার ৯৩ জন নিয়মিত, ২৫ হাজার ৯৭৬ জন অনিয়মিত। এছাড়া প্রাইভেটে ২০০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
সূত্রঃ বিডিনিউজ